বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

চরম ঝুঁকিতে বাংলাদেশ

ভুগাঠনিক/টেকটনিক বৈশিষ্ট্য: বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের উত্তরপূর্বাঞ্চলে বংগোপসাগরের মাথায় অবস্থিত। টেকটনিক্যালি বাংলাদেশ ভারতীয় প্লেটের উত্তরপূর্বাঞ্চলে এবং তিনটি প্লেটের (ভারতীয় প্লেট,ইউরোসিয়ান প্লেট এবং বার্মিজ মাইক্রোপ্লেট)-এর সংযোগ¯হলে অবস্থিত। এই তিনটি প্লেট দুটি প্লেট বাউন্ডারী উৎপন্ন করেছে ।...

বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

ভূমিকম্প

ভূমিকম্প একটি বির্পযয়। ভু-ত¦কের নীচে প্রচন্ড শক্তি সঞ্চিতথাকে। এই শক্তি যখন ভূ-পৃষ্ঠে হঠাৎ অবমুক্ত হয়, তখন ভু-পৃষ্ট প্রচন্ড জোরে কেঁপে উঠে। ভূ-পৃষ্ঠের এই হঠাৎ কেঁপে উঠাকে ভূমিকম্প বলে। উইকিপিডিয়ার বাংলা সংস্করণে ভূমিকম্পের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা নি¤œরুপ: ভূ-অভ্যন্তরে শিলায় পীরনের জন্য যে শক্তির...

সুনামী

সুনামী হলো বিশেষ ধরনের সামুদ্রিক ঢেউ-এর সমষ্টি ।‘সুনামী’ জাপানী শব্দ । অর্থ ‘হারবার ওয়েভ’ বা ‘তীরের ঢেউ’। সাগরের নীচে রিক্টারস্কেলে ৮ অথবা তার উপরের মাত্রার ভুমিকম্পের ফলে সুনামীর সৃষ্টি হয়।অনেক সময় সাগরের নীচে ভুমিধস কিংবা আগেয়œগিরির অগ্ন্যৎপাতের ফলেও সুনামীর সৃষ্টি হতে পারে। ঢেউ চক্রাকারে চর্তুদিকে...

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

সিস্মোলজি বা ভূ-কম্পণ বিদ্যা

ভূমিকম্পের ফলে যে অকল্পণীয় শক্তি নির্গত হয় তা ভূ-পৃষ্ঠে এবং ভূ-অভ্যন্তরে কম্পণ হিসাবে ছড়িয়ে পড়ে। এই কম্পণকে ভূ-কম্পনীয় তরংগ বলা হয়। ভু-অভ্যন্তরে এবং ভূ-পৃষ্ঠের এই ভূ-কম্পণীয় তরংগের স্বরুপ,প্রতিক্রিয়া বা প্রভাব কিরুপ,তা জানার জন্য যে নিয়মমাফিক জ্ঞানচর্চা করা হয় তাকে সিসমোলজি বলে। ভূমিকম্পের কেন্দ্র:...