earthquake preparedness লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
earthquake preparedness লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

ভূমিকম্প থেকে জানমাল ও সম্পত্তি রক্ষা

ভূমিকম্প একটি প্রাণঘাতী ও সম্পদহানীকর প্রাকৃতিক দুর্যোগ। একটু সচেতন হলেই নিজেকে, পরিবার পরিজন এবং প্রতিবেশীকে রক্ষা করা স¤ভব। সাধারণত ভূমিকম্প থেকে আত্মরক্ষা বা সারভাইভেল কে তিনভাগে ভাগ করা যায়:

১.    ভূমিকম্পের আগে।
২.    ভূমিকম্পের সময় এবং
৩.    ভূমিকম্পের পরে।

earthquake center, earthquake near me, earthquake preparedness, earthquake scale, earthquakes in last hour, earthquakes today,



ভূমিকম্পের আগে

ভূমিকম্প কখন আঘাত হানবে, সে সম্পর্কে কোন ভবিষ্যতবাণী করা স¤ভব নয়। সেজন্য যেকোন পরি®িহতির মোকাবিলা করার মানসিকতা থাকতে হবে। সাধারণত প্রথম বড় ধরনের ভূমিকম্পের পর ছোট মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানতে পারে। আমরা যেহেতু জানিনা কখন ভূমিকম্প আঘাত হানবে, তাই কিছু সাধারন সাবধানতা অবলম্বন করা যেতে পারেন,এর ফলে হয়তো আপনার এবং পরিবারের মূল্যবান জীবন রক্ষা পেতে পারে।

১.ঘরে শেল্ফ থাকলে, তা দেয়ালের সাথে আটকানোর ব্যব¯হা নিন।
২. শেল্প-এর নিচের তাকে ভারী ও বড় আকারের তৈজসপত্র রাখুন।
৩. ভংগুর আসবাবপত্র যেমন চিনামাটির তৈজসপত্র,কাঁচ জিনিসপত্র শেলফের নীচের তাকে ড্রয়ারে সরিয়ে ফেলুন।
৪. ফটোফ্রেম,বইপত্র,ল্যাম্প টেবিলের উপর থেকে নামিয়ে মেঝেতে রাখুন।
৫. কম্পিউটার, টিভি,মাইক্রোওভেন প্রভৃতি দামী যনত্রপাতি মোটা নাইলন দড়ি দিয়ে বেঁেধে রাখুন।
৬. ঝুকিপূর্ণ ইলেকট্রিক তার, গ্যাসের লাইন-এর লিকেজ থাকলে তা মিসিত্র ডেকে সারিয়ে নিন। নিজে করবেন না। দক্ষ ইলেকট্রিশিয়ান এবং গ্যাস মিসিত্র দিয়ে কাজ করান।
৭. দেয়ালে এবং ফাউন্ডেশনে  গভীর ফাটল থাকলে তা সারানোর ব্যবস্হা করুন। প্রয়োজনে ইন্জিানয়ারের পরামর্শ গ্রহন করুন।
৮. দ্রাহ্য পদার্থ যেমন এ্যারোসল,পারফিউম,বডি সেপ্র,গ্যাস লাইটার ইত্যাদি কোন একটি কেবিনেটে আবদ্ব করে রাখুন।
৯. ভূমিকম্প শুরু হলে ঘরের যে স্হানে আশ্রয় নিবেন (যেমন, টেবিলের নীচে, ভিতরের দেয়ালের পাশে) সেটি দেখে নিন।


ভূমিকম্পের সময়

১. ভূমিকম্প শুরু হলো আর সে সময় আপনি ঘরের ভিতর,তখন কি করবেন ? প্রথমত, আতংকিত হবেন না। মাথা ঠান্ডা রাখুন। মনে রাখবেন সমস্ত দালান নিমিষেই ভেঙে গুড়িয়ে যাবে না। টেবিলের নীচে কিংবা খাটের নীচে আশ্রয় নিন এবং শক্ত করে টেবিলের কিংবা খাটের পায়া আকড়ে ধরুন। ঘরের ভিতরের কোন শক্ত দেয়াল ঘেষে দাড়িয়ে থাকুন। কোন দালানের উপরের তলায় থাকলে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামবেন না এতে আহত হওয়ার জোর সমভাবনা থাকে। ঢাকা শহর বা অন্যান্য শহরের অধিবাসীদের মধ্যে ভ’মিকম্পের সময় হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার মতো একটি খারাপ  প্রবনতা দেখা যায়। এতে অনেকে আহত হয়। তাছাড়া অসুস্হ ব্যাক্তি(যেমন হার্টের রোগী) এসময় স্ট্রোকও করতে পারে। অনেকে আছেন নির্বোধের মতো চার-পাঁচ তলা বাড়ির জানালা বা বারান্দা দিয়ে নিচে লাফ মারেন এবং পরবর্তী সময়ে মারাত্মক ভাবে আহত হন (এর মধ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়েরর হলে বসবাসরত শিক্ষার্থীরাও আছেন)। লিফট ব্যবহার করবেন না।

২.ভূমিকম্পের সময় রান্নাঘরে রান্না করতে থাকলে চুলা নিভিয়ে ফেলুন এবং নিরাপদ আশ্রয়ে চলে আসুন।

৩.ঘরের বাইরে থাকলে খোলা জায়গায় চলে আসুন যাতে কোন কিছু ছিট্কে আপনার মাথায় না পড়ে। দালানকোঠা,বৈদ্যুতিক লাইন এবং উঁচু গাছপালার আশেপাশে আশ্রয় নিবেন না।

৪.গাড়ী চালানোর সময় ভূমিকম্প অনূভূত হলে,ধীরে ধীরে গতি কমিয়ে রাস্তার একপাশে গাড়ি থামান। ব্রিজ কিংবা আন্ডারপাসের উপরে বা নীচে গাড়ি থামাবেন না।তাছাড়া ,বৈদ্যুতিক লাইন, উঁচু গাছপালার এবং বড় বিলবোর্ডের নীচে গাড়ি থামাবেন না। গাড়িতেই থাকুন। 

 ভূমিকম্পের পরে
১. সাধারণত বড় ধরনের ভূমিকম্পের পরে ছোট মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প অনূভূত হতে পারে। সাবধান থাকুন।
২. নিজের দিকে খেয়াল রাখুন। আহত হলে প্রাথমিক চিকিৎসা নিন। অন্যদের সাহায্য করুন।
৩. নিজের বাড়ী বা কর্মক্ষেত্রের ক্ষতি নিরুপন করুন। যদি অনিরাপদ মনে হয় তাহলে নিজেসহ অন্যদের বাইরে বের করে আনুন। সিঁড়ি ব্যবহার করুন। লিফ্ট ব্যবহার থেকে বিরত থাকুন।
৪. বাইরের ছেঁড়া বৈদ্যুতিক তাঁর এবং ক্ষতিগ্রস্ত গ্যাসের লিকেজ থেকে সাবধান থাকুন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দুরে থাকুন।
৫. হাতের কাছে ফায়ার এক্সটেগুইজার রাখুন। ভূমিকম্পের সময় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
৬. রেড়িও শুনুন এবং প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করুন।
৭. ফোনে অপ্রয়োজনীয় কল থেকে বিরত থাকুন।
৮. টাকা পয়সা সাথে রাখুন।
৯. শিশু এবং বয়স্ক লোকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।